জাগো জবস

৯০ জন ফিল্ড অফিসার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, এইচএসসি পাসেই আবেদন

যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে ‘ফিল্ড অফিসার’ পদে ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপঅঙ্গপ্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডবিভাগের নাম: বিক্রয় ও বিপণন বিভাগ (ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল এবং স্মল এপ্লায়েন্স)

পদের নাম: ফিল্ড অফিসারপদসংখ্যা: ৯০ জনশিক্ষাগত যোগ্যতা: এইচএসসিঅভিজ্ঞতা: ০১ বছরবেতন: ১৭,০০০-১৯,০০০ টাকা (টিএ/ডিএ সহ)। এছাড়াও সেলস কমিশন, বিক্রয়ের উপর কমিশন ইনসেনটিভ, ঈদ বোনাস, বিভিন্ন ধরণের পেশাদারি প্রশিক্ষণ, পদোন্নতি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।

আরও পড়ুন বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, সাড়ে ১৬ বছরেই আবেদন অসামরিক পদে ১৯৬ জনকে নিয়োগ দেবে বিজিবি শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: সর্বনিম্ন ২০ বছরকর্মস্থল: যে কোনো স্থান

Advertisement

ফিল্ড অফিসারের দায়িত্ব এবং কর্তব্য

> রুট অনুযায়ী আউটলেট শতভাগ ভিজিট করতে হবে।> পণ্য সরবরাহ নিশ্চিত করা।> পণ্যের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা। > সমস্ত আউটলেটে পণ্য অনুসারে পণ্যের উপস্থিতি নিশ্চিত করা।> ডিলার পয়েন্টে কি কি স্টক আছে, তা সবসময় মনিটরিং করতে হবে।> হেড অফিসে দৈনিক সেলস রিপোর্ট পাঠাতে হবে।> সব ধরনের রিপোর্ট দিতে হবে। যেমন: সেকেন্ডি সেলস, মাসিক সেলস, ক্রেডিট স্ট্যাটাস ইত্যাদি।> স্ট্যান্ডার্ড সেলস কল নিশ্চিত করা। > পণ্য অনুসারে এবং রুট অনুযায়ী প্রতিটি রিটেইল সপগুলোতে সেলস কল নিশ্চিত করা।> কোম্পানির বিক্রয় নীতির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা। > ডিলারের আউটলেটে সঠিক মার্চেন্ডাইজিং নিশ্চিত করা। > মার্কেটে প্রতিদ্বন্দ্বী কোম্পানির ডিলার এবং তাদের পন্য, পণ্যের মূল্য, অফার ইত্যাদি তথ্য সংগ্রহ করা।> কোম্পানি দ্বারা প্রদত্ত প্রচার-প্রচারনা/বিজ্ঞাপন মূলক কর্মকাণ্ড নিশ্চিত করা।> সর্বোত্তম সম্ভাব্য গ্রাহক সেবা প্রদান করা। বিশেষ করে পণ্য রিপ্লেসমেন্ট সংক্রান্ত।> কাষ্টমার সার্ভিস ডিপার্টমেন্টের সহায়তায় গ্রাহকদের সময়মত পণ্য রিপ্লেসমেন্ট সেবা নিশ্চিত করা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা Jamuna Group এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৪

Advertisement

সূত্র: বিডিজবস ডটকম

এমআইএইচ