বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করতে আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে। তারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ তুলে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়।
Advertisement
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুরের স্মৃতি অম্লান চত্বরে পথ সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ড. ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেওয়া সবাই নিরপেক্ষ মানুষ। তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। এ মুক্তিকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ আবার যড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের বাহিরে গিয়ে চক্রান্ত করে এ বিপ্লবকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে। সবাইকে সজাগ থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে অভিযোগ তুলে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এখানে কোনো ধর্মের দ্বন্দ্ব থাকবে না। সকলকে একসঙ্গে দেশের জন্য কাজ করতে হবে।
তিনি বলেন, নতুন যে সরকার তারা অন্তর্বতীকালীন সরকার। তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের একটা পথ তৈরি করবে। সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করে যারাই নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে। সুতরাং কেউ কোথাও জবরদখল করতে না যায় সেটা দেখা আপনাদের দায়িত্ব। সৈয়দপুরবাসী সবসময় লড়াকু। আওয়ামী লীগের যে ভয়াবহ চক্রান্ত তার কাছেও মাথা নত করেনি।
Advertisement
ইব্রাহিম সুজন/এএইচ/জিকেএস