অর্থনীতি

সময় মতো বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করা হবে: অর্থ উপদেষ্টা

সময় মতো বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করা হবে: অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা সময়মতো বৈদেশিক ঋণের সব কিস্তি দেবো, পরিশোধ করবো। আমাদের অবস্থা এতো খারাপ না।

Advertisement

মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

আরও পড়ুন: বাইরের টাকা ইচ্ছেমতো খরচ নয়: ড. সালেহউদ্দিনরেমিট্যান্সের পালে হাওয়াএখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি প্রকাশ: ড. সালেহউদ্দিন

উপদেষ্টা আরও বলেন, আমাদের কমিটমেন্ট যেটা আছে তা রাখতে হবে বাইরে থেকে অনেকে বলছে কিছুই নাই, কথাটা ঠিক না। এখন সবাইকে এক্সট্রা এফোর্ট দিতে হবে। জিডিপির তুলনায় আমাদের ঋণ এতো বেশি না। ইতালি ও গ্রিসের অবস্থাও ভালো না।

তিনি আরও বলেন, অনেকে বৈদেশিক ঋণের টাকায় ৫০০ টাকার জিনিস ৫ হাজার টাকায় কেনে। ভাবখানা এমন এটা পরিশোধ করা লাগবে না। এটা চলবে না।

Advertisement

এমওএস/এসএনআর/জেআইএম