জাতীয়

ডিএমপির দাপুটে ১৬ ডিসিকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৬ জন উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলির পর তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়।

আরও পড়ুন

পুলিশের সর্বোচ্চ পদে ব্যাপক বদলি বাধ্যতামূলক অবসরে রংপুরের ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তা ১৩ পুলিশ সুপারকে আনা হলো ডিএমপিতে 

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- গোয়েন্দা-গুলশান বিভাগের জয়নাল আবেদীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ট্রাফিক-তেজগাঁও বিভাগের সাহেদ আল মাসুদকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, গোয়েন্দা-লালবাগ বিভাগের মশিউর রহমানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, গোয়েন্দা-রমনা বিভাগের মো. হুমায়ুন কবীরকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিপ্লোম্যাটিক বিভাগের রবিউল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, গোয়েন্দা-মিরপুর বিভাগের মানস কুমার পোদ্দারকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, গোয়েন্দা-মতিঝিল বিভাগের উপ-কমিশনার (খুলনা আরআরএফ হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মো. রাজিব আলম মাসুদকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, গুলশান বিভাগের উপ-কমিশনার রিফাত রহমান শামীমকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, রমনা বিভাগের মোহাম্মদ আশরাফুল ইসলামকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, মতিঝিল বিভাগের হায়াতুল ইসলাম খানকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

Advertisement

এছাড়া ওয়ারী বিভাগের মোহাম্মদ ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ওয়ারী বিভাগের মো. মাহবুব উজ জামানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, তেজগাঁও বিভাগের এইচ এম আজিমুল হককে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, মিরপুর বিভাগের মো. জসীম উদ্দীন মোল্লাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং কাজী অশরাফুল আজীমকে চট্টগ্রাম খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালরে সংযুক্ত করা হয়েছে।

টিটি/এমআরএম/জেআইএম