খেলাধুলা

আর্জেন্টিনার আলভারেজকে রেকর্ড দামে বিক্রি করলো ম্যানসিটি

ম্যানচেস্টার সিটিতে দুই বছর কাটিয়েছেন। তবে আরলিং হালান্ডের কারণে শুরুর একাদশে তার জায়গা হতো খুব কমই। যেটুকু সুযোগ পেয়েছেন, নিজেকে মেলে ধরেছেন। অবশেষে ম্যানসিটি ছাড়ছেন জুলিয়ান আলভারেজ, সোমবার নিশ্চিত করেছে ক্লাবটি। নতুন গন্তব্য লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ।

Advertisement

আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ক্লাবের ইতিহাসে রেকর্ড দামেই বিক্রি করেছে ম্যানসিটি। একটি সূত্র 'ইএসপিএন'কে জানিয়েছে, আলভারেজকে অ্যাটলেটিকোতে পাঠানোর বিনিময়ে ৮২ মিলিয়ন পাউন্ড পাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ২৩১ কোটি টাকা!

২০২২ সালের জানুয়ারি আলভারেজকে ১৪ মিলিয়ন পাউন্ডে কিনেছিল ম্যানসিটি। দুই বছর পেরোতেই তারা পেলো বড় দাম।

হালান্ডের কারণে ম্যানসিটির শুরুর একাদশে জায়গা পাওয়া কঠিনই ছিল আলভারেজের জন্য। তারপরও বেঞ্চ প্লেয়ার হিসেবে নেমে দলের ট্রেবল জয়ে ভালোই অবদান রেখেছেন, করেছেন ১৭ গোল এবং পাঁচটি অ্যাসিস্ট।

Advertisement

গত মৌসুমে হালান্ডের চোটে আলভারেজের শুরুর একাদশে সুযোগ মিলেছিল। বেশ কয়েকটি ম্যাচে ভালো পারফর্ম করেন। সবমিলিয়ে ৫৪ ম্যাচে ১৯ গোল করেন এই আর্জেন্টাইন।

ম্যানসিটিতে থাকা অবস্থায়ই জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ জেতেন আলভারেজ। চলতি গ্রীষ্মে জিতেছেন কোপা আমেরিকার শিরোপাও।

এমএমআর/জেআইএম

Advertisement