শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই ১৬০ শিক্ষার্থীর ক্লাস মূল ক্যাম্পাসেই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামে ভর্তি হওয়া ১৬০ জন শিক্ষার্থীর ক্লাস মূল ক্যাম্পাসে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের চারটি স্নাতক প্রোগ্রামে ভর্তি হওয়ায় শিক্ষার্থীদের তাদের পছন্দ ও প্রাপ্যতা অনুযায়ী পার্শ্ববর্তী কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি করানো সম্ভব হয়নি। ফলে ১৬০ শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষাসহ সার্বিক দিক বিবেচনায় তাদের মূল ক্যাম্পাসে পাঠাদান করার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) হতে অনাপত্তি দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় পরবর্তী শিক্ষাবর্ষে মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি ও পাঠদান করার জন্য বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও বিধি-বিধান প্রতিপালন করে ব্যবস্থা নিতে পারবে।

Advertisement

গত বছরের ২১ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির আবেদন আহ্বান করা হয়। আবেদন, ফল প্রকাশ ও সাক্ষাৎকার শেষে তাদের ভর্তি করা হয়।

এর মধ্যেই একই বছরের ১৯ সেপ্টেম্বর চারটি বিষয়ে অন-ক্যাম্পাস কোর্স বন্ধের নির্দেশনা দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় ইউজিসি। জবাবে আইন মেনেই অন-ক্যাম্পাস কোর্স চালুর কথা জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়।

ইউজিসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়েক দফা চিঠি চালাচালি হয়। পরে বিষয়টি সুরাহার জন্য যায় শিক্ষা মন্ত্রণালয়ে। দুই পক্ষের চিঠি বিশ্লেষণের একপর্যায়ে অন-ক্যাম্পাস কোর্স বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

এএএইচ/ইএ/জেআইএম

Advertisement