যশোরের ঝিকরগাছায় ট্রাকচাপায় সিটি ব্যাংকের কর্মকর্তা শামীমা আক্তার (৩৫) নিহত হয়েছেন। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজারে হাজেরা ভিলার সামনে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
কর্মস্থল থেকে যশোর শহরে বাসায় ফেরার সময় ওই নারী ট্রাকচাপায় মারা যান। এ ঘটনায় ট্রাক রেখে পালিয়েছেন চালক ও সহকারী।
নিহত শামীমা সিটি ব্যাংকের ঝিকরগাছা শাখায় ক্যাশ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। অফিস শেষে এক সহকর্মীর মোটরসাইকেলে তিনি যশোরের নিউমার্কেট এলাকার বাসায় ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শী সহকর্মী আবু মুছা জানান, তারা দুজন একই বাইকে বাসায় ফিরছিলেন। পেছন থেকে একটা ট্রাক হর্ন দিলে শামীমা ভয় পেয়ে বাইক থেকে পড়ে যান। পরে ওই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শামীমা।
Advertisement
ঝিকরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ নয়ন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ উদ্ধার করেন। নাভারণ হাইওয়ে থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বি এম কামাল হোসেন ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর সংবাদ পেয়ে নাভারন হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
মো. জামাল হোসেন/জেডএইচ
Advertisement