নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গাজী গ্রুপের লুট হওয়া মালামাল সোনারগাঁ থেকে উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি দল।
Advertisement
সোমবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দামোদরদী এলাকার রায়হান ভূঁইয়া নামের একজনের বাড়ি থেকে ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধার মালামালের মধ্যে ৮৮টি গাজী গ্রুপের উন্নতমানের হেভি পাম্পের মোটর ও সাবমারসিবল পাম্প রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছাড়ার পর নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি এবং সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীর গ্রুপের রূপগঞ্জের বিভিন্ন কারখানায় লুটপাট করে দুর্বৃত্তরা। পরে তারা এসব মালামাল বিক্রি করে দেয়। লুট হওয়া মালামালের কিছু অংশ সোনারগাঁয়ের দামোদরদী এলাকায় রায়হান ভূঁইয়া ও তার ছেলে রাহিম ভূঁইয়া লুকিয়ে রেখেছেন—এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে সত্যতা পায়। পরে এসব মালামাল ফেরত দেওয়ার নির্দেশ দেন তারা। সেনাবাহিনীর কথা অনুযায়ী মালামাল ফেরত দেওয়ার কারণে কাউকে আটক করেনি।
Advertisement
গাজী ইন্টারন্যাশনালের সেলস ম্যানেজার আতিকুর রহমান জানান, সেনাবাহিনীর মাধ্যমে লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
রায়হান ভূঁইয়ার দাবি, তার ছেলের বন্ধুরা এসব মালামাল রূপগঞ্জের গাউছিয়া মার্কেট থেকে কমমূল্যে কিনে এনেছিলেন। সেনাবাহিনী একটি টিম বাড়ি এসে সেগুলো ফেরত দিতে বলেছে। পরে ফেরত দেওয়া হয়েছে।
রাশেদুল ইসলাম রাজু/এসআর/এমএস
Advertisement