জাগো জবস

৪৪তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা হতে পারে সেপ্টেম্বরে

৪৪তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা আগামী সেপ্টেম্বরে শুরু হতে পারে। তবে পরীক্ষা শুরুর দিন-তারিখ এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করতে পারেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

Advertisement

সোমবার (১২ আগস্ট) দুপুরে পিএসসির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে পিএসসির কর্মকর্তারা নাম প্রকাশ না করে এ তথ্য জানান।

তারা জানান, বিশেষ সভায় ৪৪তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। সেপ্টেম্বর মাসে পরীক্ষা শুরু করা যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৮ জুলাই ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা প্রথম দফায় স্থগিত করে পিএসসি। এরপর ২৯ জুলাই আবারও এ বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সে সময় ৫ আগস্ট পর্যন্ত সব মৌখিক পরীক্ষা স্থগিত এবং পরবর্তীতে নতুন সময়সূচি জানানো হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

Advertisement

৪৪তম বিসিএসে মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। গত বছরের ২৭ মে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

প্রিলিমিনারিতে ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেন। এতে উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন প্রার্থী। তারাই মৌখিক পরীক্ষায় অংশ নিচ্ছেন।

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

এএএইচ/এমআইএইচএস/এএসএম

Advertisement