বিসিবি পরিচালকদের পদত্যাগ চায় ‘বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ’ নামে ক্রীড়া সংগঠকদের একটি সংগঠন। আজ সোমবার বিকেলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বিসিবি পরিচালক পর্ষদের অপসারন এবং পদত্যাগের দাবিতে আগামীকাল ১৩ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।’
Advertisement
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও দেশ থেকে পালানোর পর সৎ,যোগ্য ও নিষ্ঠাবান ক্রিকেট সংগঠকদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন করে সাজানোর এখনই সময়।’
ক্রীড়া উন্নয়ন পরিষদের দাবি, ১৯৭২ সালে গঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০০৬ সাল পর্যন্ত দেশের ক্রিকেট সঠিক পথেই এগিয়েছে। তার আগেই ওয়ানডে আর টেস্ট স্ট্যটাস অর্জিত হয়। আর তাই ক্রিকেট নিয়ে বাংলাদেশের আপামর জনসাধারনের হৃদয়ে গভীর আবেগ ও ভালবাসা সঞ্চারিত হয়।
কিন্তু এরপর থেকেই উন্নয়ন কার্যক্রম ব্যহত হয়েছে। ক্রিকেট উন্নয়নের বদলে পরবর্তীতে ওয়ান ইলেভেনের পর শেখ হাসিনা সরকার দায়িত্ব গ্রহণ করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শুরু হয় অপরাজনীতি, অব্যবস্থাপনা, স্বেচ্ছাচারিতা ও সীমাহীন দুর্নীতি। বিশ্ব ক্রিকেটে দিনকে দিন পিছিয়ে পড়তে শুরু করে বাংলাদেশ। জাতীয় দলের বর্তমান পারফরমেন্স, পরিসংখ্যান ও অবস্থানে সকল ক্রিকেট শুভানুধ্যায়ীর মত ক্রীড়া উন্নয়ন পরিষদও অত্যন্ত উদ্বিগ্ন।
Advertisement
সে প্রেক্ষিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের অপসারণ ও পদত্যাগের দাবিতে আগামী ১৩ ই আগস্ট, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিবাদ ও মানববন্ধনের ডাক দেয়া হয়েছে।
এআরবি/আইএইচএস