জাতীয়

সারাদেশে ৬২৮ থানার কার্যক্রম চালু, বাকি মাত্র ১১

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে এরইমধ্যে শুরু হয়েছে বিভিন্ন থানার কার্যক্রম। এখন পর্যন্ত ৬২৮ থানার কার্যক্রম শুরু হয়েছে সারাদেশে।

Advertisement

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

আরও পড়ুন

কুমিল্লায় থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার থানায় শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানালেন ওসি ফুল দিয়ে বরণের পর একসঙ্গে ট্রাফিক সামলাচ্ছে পুলিশ-শিক্ষার্থী

তিনি বলেন, সারাদেশে ৬৩৯ থানার মধ্যে ৬২৮ থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১০ মেট্রোপলিটন থানার মধ্যে ১০৮ এবং জেলার ৫২৯ থানার মধ্যে ৫২০ থানার কার্যক্রম শুরু হয়েছে।

Advertisement

এআইজি ইনামুল হক আরও জানান, নন-অপারেশনাল ১১ থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস, আসবাবপত্রসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস হওয়ায় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী দু-তিনদিনের মধ্যে এই ১১ থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

টিটি/বিএ/এএসএম