বিনোদন

এবার বিটিভির সামনে দাঁড়াবেন শিল্পীরা

নতুন স্বপ্ন নিয়ে শুরু হয়েছে দেশ সংস্কারের কার্যক্রম। নানান অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ থেকে দেশের সব ব্যবস্থাকে মুক্তির লক্ষ্যে সবাই যে যার জায়গা থেকে কাজ শুরু করেছেন। সেই দলে যোগ দিয়েছেন বিনোদন অঙ্গনের মানুষেরাও। এই অঙ্গনের নানান ক্ষেত্রে সংস্কারের দাবি নিয়ে সরব হয়েছেন তারা।

Advertisement

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনকে সংস্কারের দাবি তুলেছে মুক্ত শিল্পী সমাজ। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় রামপুরায় অবস্থিত বিটিভির সামনে অবস্থান নেবেন তারা। আওয়ামী সরকারপন্থিদের প্রভাব থেকে রাষ্ট্রীয় এই টেলিভিশন চ্যানেল মুক্ত করার আহ্বান জানাবেন তারা।

আরও পড়ুন

বিটিভিকে মানসম্মত অনুষ্ঠান পরিবেশনের সুপারিশ ৪ ঘণ্টায়ও বিটিভির আগুন নেভেনি, যেতে পারছে না ফায়ারের গাড়ি ধ্বংসযজ্ঞ দেখতে বিটিভিতে ফেরদৌস, রিয়াজ, নিপুণরা

এ প্রসঙ্গে মুক্ত শিল্পী সমাজের প্রতিনিধি ক্লোজআপ ওয়ান তারকা ‌মুহিন খান বলেন, ‌‘এটা আমাদের অরাজনৈতিক একটি অবস্থান। গত ১৬ বছরে বিটিভিতে দলীয়করণের যে মহা উৎসব দেখা গেছে, তা থেকে পরিত্রাণ চাই আমরা। যোগ্যতা ও মেধার ভিত্তিতে সবাই যেন বিটিভিতে কাজের সুযোগ পান, আমরা সেটা চাই।’

Advertisement

বিটিভির সামনে অবস্থান প্রসঙ্গে ফেসবুক স্ট্যাটাসে মুহিন লিখেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছরেও সমাধান আসেনি। আমরা মিউজিক রেগুলেটরি কমিশনের অনুমোদন, শিল্পীদের (গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, সংগীত পরিচালক ও শব্দগ্রাহক) পেশা হিসেবে স্বীকৃতি, দলীয়করণমুক্ত, সরকারি প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি, সরকারি-বেসরকারি সব মাধ্যমে (টেলিভিশন চ্যানেল, রেডিও ও সব ডিজিটাল প্রচার সংক্রান্ত) শিল্পীসম্মানী বৃদ্ধি, রয়্যালটির অসম বণ্টন, অডিও-ভিডিও কোম্পানির একাধিপত্যসহ অনেক যৌক্তিক দাবি ও সমাধান তুলে ধরবো।’

মুহিন খানের সঙ্গে একাত্মতা পোষণ করেন বিভিন্ন প্রজন্মের আরও অনেক শিল্পী, সুরকার, গীতিকার, সংগীত পরিচালকরা।

এলএ/আরএমডি/এএসএম

Advertisement