চিবিলকয় নামে আর্জেন্টিনার একটি শহর সেখানে সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ করেছে। এটিই দেশটির মধ্যে প্রথম কোনো শহর যেটি সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ করল। সোমবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।বুয়েন্স আয়ার্স অঞ্চলের চিবিলকয় নগর পরিষদ জানিয়েছে, সুন্দরী প্রতিযোগিতা মূলত যৌন বিষয়ক এবং এটি নারীর বিরুদ্ধে সহিসংতাকে উস্কে দেয়। এই প্রতিযোগিতা শারীরিক সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয় এবং বুলিমিরিয়া ও অ্যারোনেক্সিয়ার মতো অসুস্থতা বৃদ্ধি করে।সুন্দরী প্রতিযোগিতায় জয়ীরা বেশিরভাগ সময়ই টেলিভিশনে তাদের ক্যারিয়ার শুরু করে। লাতিন আমেরিকার বিভিন্ন টেলিভিশন ব্যক্তিত্বই এসব সুন্দরীরা। চিবিলকয় নগর পরিষদ জানিয়েছে, এখন থেকে সুন্দরী প্রতিযোগিতার পরিবর্তে কার্নিভাল মাস্ক প্রতিযোগিতা আয়োজন করা হবে ও স্বেচ্ছাসেবকদের পুরস্কার দেয়া হবে।
Advertisement