উপাচার্যের পদত্যাগের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক বেনু কুমার দে। সোমবার (১২ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
Advertisement
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নূর আহমদ। উপ-উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে তিনি জানান।
এর আগে বর্তমান প্রশাসনকে স্বৈরাচারের সহযোগী উল্লেখ করে ৬ আগস্ট থেকেই সবার পদত্যাগের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চবির শিক্ষার্থীরা। পরে এই দাবি আন্দোলন ও আল্টিমেটামে রূপ নেয়। গতকাল থেকে শিক্ষার্থীরা উপাচার্যকে আজীবনের জন্য ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। এর প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের আজ সকালে পদত্যাগ করেন। এরপর দুই উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থান করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি এই প্রশাসনের একজন লোকও অবশিষ্ট থাকলে তার পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে।
Advertisement
অধ্যাপক বেনু কুমার দে ২০২১ সালেল ৬ মে থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
আহমেদ জুনাইদ/এফএ/জেআইএম