অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে। পেশিশক্তির রাজনীতি, নির্যাতন-নিপীড়নের রাজনীতি, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির পতনের সময় এসেছে।
Advertisement
রোববার (১২ আগস্ট) নিজের এক ফেসবুক আইডিতে স্ট্যাটাসে তিনি একথা জানিয়েছেন।
আরও পড়ুন ঐতিহাসিক ৫ আগস্টে যা যা ঘটলো ৭ দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমার নির্দেশ পাল্টা অভ্যুত্থান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারিফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ছাত্র রাজনীতি নয়, প্রয়োজন রাজনৈতিক সচেতনতা। ক্যাডারভিত্তিক বাহিনী বানানো, নির্যাতন-নিপীড়ন, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছি।
তিনি আরও লেখেন, ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকাতেই ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই সম্ভব হয়েছে। ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকলে পথ হারাবে না বাংলাদেশ।
Advertisement
এনএস/এসএনআর/জিকেএস