খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গেলেন চার নারী ফুটবলার

এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরে নেই বাংলাদেশের কোনো ক্লাব। তবে এ মাসেই শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় থাকছে বাংলাদেশের উপস্থিতি।

Advertisement

দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসি খেলছে এশিয়ার মর্যাদার এই লিগে। ভুটানের এই ক্লাবের হয়ে খেলবেন বাংলাদেশের চার নারী ফুটবলার। তারা হলেন সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

সোমবার সকালে সিনিয়র এই চার নারী ফুটবলার থিম্পু গেছেন। ভুটানের এই ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে খেলবে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ ইরানের বাম খাতুন ফুটবল ক্লাব ও হংকংয়ের কিচে স্পোর্টস ক্লাব। গ্রুপপর্বের ২ ম্যাচ ২৫, ২৮ আগস্ট।

ভুটানের ক্লাবটি ওই চার ফুটবলারকে চাওয়ার পর প্রথমে ছাড়পত্র দিতে চায়নি বাফুফে। কারণ, অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ। ভুটানের ক্লাবটি এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। বাংলাদেশের মেয়েদের নতুন অভিজ্ঞতা হবে, সে চিন্তা থেকেই পরে অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement

১০ থেকে ৩১ আগস্ট-এই তিন সপ্তাহের জন্য সাবিনাদের সঙ্গে চুক্তি করেছে ভুটানের ক্লাবটি।

আরআই/এমএমআর/জেআইএম