দেশজুড়ে

বিধ্বস্ত থানার কাজ পরিচালনায় কম্পিউটার-প্রিন্টার দিলো জামায়াত

বিধ্বস্ত থানার কাজ পরিচালনায় কম্পিউটার-প্রিন্টার দিলো জামায়াত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন দুষ্কৃতকারীরা ফেনীর ছাগলনাইয়া থানায় অগ্নিসংযোগ করে সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত করে। ফলে পুলিশের না আছে বসার একটি চেয়ার, না আছে এক টুকরা কাগজ। এ অবস্থায় প্রাথমিকভাবে থানার কাজ চালু করতে কম্পিউটার, প্রিন্টার ও রাউটার দিয়েছে ফেনী জামায়াতে ইসলামী।

Advertisement

রোববার (১১ আগস্ট) ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমামের হাতে এগুলো তুলে দেন জামায়াত নেতারা।

জামায়াতের ফেনী জেলা আমির একেএম শামছুদ্দিনের বরাতে সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলা জামায়াতের নেতারা থানার ওসি হাসান ইমামের কাছে জানতে চান, তাদের এখন সবচেয়ে বেশি কী প্রয়োজন? তখন ওসি বলেন, আমার এখন সবার আগে প্রয়োজন একটি কম্পিউটার, প্রিন্টার ও রাউটার। তাৎক্ষণিকভাবে উপজেলা জামায়াতের আমির ব্যবসায়ী মুজিবুর রহমান একটি কম্পিউটার, একটি প্রিন্টার ও একটি রাউটার কিনে বিকেলে থানায় নিয়ে আসেন। পরে জামায়াতের জেলা আমির এসব সামগ্রী ওসির হাতে তুলে দেন।

এসময় ছাগলনাইয়া উপজেলা ও পৌর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মুহূর্তে সরঞ্জামগুলো খুব প্রয়োজন ছিল। এগুলো পাওয়ায় প্রাথমিক কাজগুলো সম্পাদন সহজ হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস