চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল থেকে অস্ত্র নিয়ে বের হওয়ার সময় এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তার নাম দাওদ সালমান। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
Advertisement
রোববার (১১ আগস্ট) বিকেল ৩টায় এফ রহমান হলের সামনে থেকে একটি লোড করা পিস্তলসহ তাকে আটক করে শিক্ষার্থীরা। তিনি এএফ রহমান হলের ৪১৫ নম্বর কক্ষ থেকে বের হয়েছেন বলে জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবি সমন্বয়ক ইবরাহীম রনি বলেন, সার্টিফিকেট ও মার্কসিট নেওয়ার কথা বলে হলে প্রবেশ করার জন্য আমাকে ফোন দেয়। আমি বলি যে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। আমরা আসলে আমাদের কাউকে সঙ্গে নিয়ে হলে ঢুকবেন। কিন্তু তিনি কথা না শুনে হলের গার্ডকে ধাক্কা দিয়ে জোর করে হলে প্রবেশ করে। এরপর তিনি যখন জিনিসপত্র নিয়ে হল থেকে বের হন ততোক্ষণে আমরা চলে আসি। তার কাছে থাকা জিনিসপত্র চেক করার সময় লোড করা পিস্তলসহ কিছু গাজা পাই।
তিনি আরও বলেন, তাকে আটক করার সময় তিনি আমাদের ওপর হামলা করার চেষ্টা করেন। আমাদের সব সমন্বয়কের জীবন এখন হুমকির মুখে। ভিসি, প্রোভিসিদের ছত্রছায়ায় ক্যাম্পাসে এসব হচ্ছে। আমরা অনেকদিন ধরে ভিসি ও প্রোভিসিদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছি। তারা পদত্যাগ না করে উলটো সন্ত্রাসীদের দিয়ে এসব করাচ্ছেন। পরে ওই শিক্ষার্থীকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
Advertisement
আহমেদ জুনাইদ/আরএইচ/জিকেএস