আইন-আদালত

আদালতে কোনো সিন্ডিকেটের খবর পেলেই ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

আদালতে কোনো সিন্ডিকেটের তথ্য জানা মাত্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

Advertisement

তিনি বলেন, ‘হাইকোর্টে কোনো হস্তক্ষেপ হবে এটা আমি চিন্তাও করি না। সিন্ডিকেট কেউ করে থাকলে আমাদের জানাবেন। জানানো মাত্রই ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার (১১ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

মো. আসাদুজ্জামান বলেন, ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার কোনো সিন্ডিকেট করবেন এটা তার শত্রুও বিশ্বাস করবে না।’

Advertisement

তিনি বলেন, ‘এরই মধ্যে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি তিনি দ্রুত দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এ জায়গাটি উন্নত করবেন।’

আরও পড়ুন হাইকোর্ট বিভাগেও সংস্কার দরকার: নতুন অ্যাটর্নি জেনারেল  সবাইকে গণজাগরণের অভিনন্দন নতুন প্রধান বিচারপতির 

অনেক ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন, অনেক রুমে তালা লাগানো। এ বিষয়ে পদক্ষেপ কী জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা দ্রুত এ সমস্যার সমাধান করবো।’

বিচারাঙ্গনে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনাটাই হলো অনিয়মের বিরুদ্ধে। এসব অনিয়ম, অনাচারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। আশা করি মানুষের সে আশার আলোয় প্রভাবিত হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার।’

হাইকোর্ট বিভাগ ঢেলে সাজানোর প্রয়োজন মনে করেন কি না- এমন প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, ‘অবশ্যই মনে করি। যে কারণে জনরোষ তৈরি হয়েছে, হাইকোর্ট বিভাগে কেন হবে না।’

Advertisement

এফএইচ/কেএসআর/জিকেএস