সাহিত্য

মো. মাহবুবুর রহমানের কবিতা: রঙিন মলাট

বইয়ের বাহারি রঙিন মলাট নয়মলাটে চেপে রাখা সাদা-কালোয়লেখাগুলো আমি পড়তে চাই—আমি বুঝতে চাই প্রতিটি লাইন,লাইনে সাজানো প্রতিটি শব্দ।

Advertisement

রঙিন লেখার দু'একটি শব্দে নয়তৃপ্ত হতে চাই কালো অক্ষরে লেখাঅগণিত শব্দমালা ছুঁয়ে ছুঁয়ে,শান্ত হতে চাই তারই কাব্যরসেপা পিছলে খাদে পড়ে গিয়ে,বেঁচে ফিরতে চাই কোনো রকম,কোনোমতে মরে যেতে যেতে।

মলাটের ওপরে আঁকা ছবিটা নয়আমি দেখতে চাই কোন ছবিটামলাটের ভারে চেপে রাখা আছে,দেখতে চাই ভেতরের ছবিটাওমলাটের মতই বাহারি রঙিন,নাকি ধূসর, নাকি সাদা-কালো!

এসইউ/জিকেএস

Advertisement