তিন সপ্তাহ প্যারিস অলিম্পিক বুঁধ করে রেখেছিলো পুরো ক্রীড়া দুনিয়াকে। ৩২টি খেলার মোট ৩২৯টি ইভেন্টে অনুষ্ঠিত হয়েছে স্বর্ণের লড়াই। আজ শেষ দিন ১৩টি স্বর্ণের লড়াই দিয়ে শেষ হয়ে যাবে প্যারিস অলিম্পিকের ক্রীড়াযজ্ঞ। বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে ৩৩তম অলিম্পিক গেমসের।
Advertisement
প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিলো খোলা স্থানে, সিন নদীতে। এবার সমাপনি অনুষ্ঠানটি হবে প্যারিসের স্টেডে ডি ফ্রান্সে। সরাসরি অনুষ্ঠানটি বাংলাদেশ থেকেও দেখা যাবে।
সমাপতি অনুষ্ঠান দেখার জন্য প্রায় ৮০ হাজার দর্শক উপস্থিত থাকবে স্টেডে ডি ফ্রান্সে। যেখানে অ্যাথলেটদের অর্জনগুলোকে উদযাপন করা হবে। সে সঙ্গে স্বাগতিক শহর প্যারিসের সাফল্যও তুলে ধরা হবে।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নিভিয়ে দেয়া হবে প্যারিস অলিম্পিকের মশাল এবং অলিম্পিকের পতাকা হস্তান্তর করা হবে লস অ্যঞ্জেলেসের মেয়রের হাতে।
Advertisement
সর্বশেষ যে আর্টিস্টিক পারফরম্যান্স দেখানো হবে সমাপনি অনুষ্ঠানে, সেখানে দুই স্বাগতিক দেশ প্যারিস এবং ২০২৮ এর লস অ্যাঞ্জেলেসের ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরা হবে। এছাড়া সমাপনি অনুষ্ঠানের আরও অনেকগুলো ইভেন্টের বিষয় আপাতত গোপন রাখা হয়েছে।
তবে, প্যারিস অলিম্পিকের সমাপনি দিবসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হবে হলিউড সুপার স্টার টম ক্রুজের পারফরম্যান্স। আশা করা হচ্ছে, টম ক্রুজ তার অসাধারণ সব স্টান্টবাজি প্রদর্শন করবেন সমাপনি অনুষ্ঠানে। এছাড়া অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী সঙ্গীতশিল্পী বিলি এলিস গান পরিবেশন করবেন।
পতাকা হস্তান্তরের মধ্য দিয়েই মূলত শেষ হবে প্যারিস অলিম্পিকের সমাপনি অনুষ্ঠান।
আইএইচএস/
Advertisement