দেশজুড়ে

শরীয়তপুরে বিভিন্ন বেকারিতে শিক্ষার্থীদের অভিযান

শরীয়তপুরের বিভিন্ন বেকারিতে অভিযান চালিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) দুপুরে শহরের প্রেমতলা এলাকার বিসিক শিল্প নগরীসহ মোট ১১টি বেকারিতে এ অভিযান চালায় তারা।

Advertisement

অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, নিরাপদ খাদ্য উৎপাদনে বিভিন্ন বেকারিতে অভিযান চালানো হয়। অভিযানে ১৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এসময় বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করতে দেখা যায়। এরপর প্রতিটি বেকারির মালিকপক্ষ ও কর্মচারীদেরকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করতে বিরত থাকতে সচেতন করা হয়।

এছাড়াও খাদ্য উৎপাদনের সময় মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করা হয়। কেউ যদি নির্দেশ অমান্য করে তাহলে পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে বেকারিগুলোতে অভিযান চালিয়ে মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

ফেমাস ফুড সেন্টার ম্যানেজার মোহাম্মদ আরিফুর রহমান হাসেম বলেন, আমাদের সবধরনের সরকারি অনুমোদন রয়েছে। এরপরও কাজ করার সময় ভুলত্রুটি হয়ে যায়। ছাত্ররা ভাইয়েরা আমাদের যে বিষয়টি বলেছে সেগুলো মেনে চলবো।

Advertisement

এ বিষয়ে অভিযানের সমন্বয়কারী সাঈদ মাহমুদ জানান, আমরা বেশ কিছু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানহীন খাদ্য তৈরির অভিযোগ পেয়েছিলাম। পরে আমরা ১১টি বেকারিতে অভিযান চালাই। আমরা জেলায় সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি। প্রশাসনের দায়িত্ব নেওয়া পর্যন্ত আমাদের এ মনিটরিং অব্যাহত থাকবে। এছাড়াও নগরের প্রতিটি বাজারে মনিটরিং কার্যক্রম চালিয়ে জনগণের কষ্ট লাঘব করার প্রচেষ্টা চলছে।

বিধান মজুমদার অনি/আরএইচ/জিকেএস