জাতীয়

মহেশখালীতে অস্ত্র-গুলিসহ নৌবাহিনীর হাতে আটক এক

কক্সবাজারের মহেশখালীর ঠাকুরতলা আদিনাথ মন্দির এলাকায় সন্ত্রাসী হামলার সময় অস্ত্র ও গোলাসহ একজনকে আটক করেছে নৌবাহিনী।

Advertisement

শনিবার (১০ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জানমাল, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

সেই ধারাবাহিকতায় শনিবার বিকেলে ছোট মহেশখালীর ঠাকুরতলা আদিনাথ মন্দির এলাকায় লে. কমান্ডার সৈয়দ আহমেদ সাকিবের নেতৃত্বে নৌবাহিনীর একটি সেকশন টহল কার্যক্রম পরিচালনা করে।

Advertisement

টহলকালে আদিনাথ মন্দিরের অদূরে স্থানীয়দের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলার সংবাদ পেয়ে টহলরত নৌবাহিনী দলটি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং একজন সশস্ত্র সন্ত্রাসীকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গোলাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

এ সময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

টিটি/ইএ

Advertisement