অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও হোস্টেল বন্ধ ঘোষণা করেছে রাজশাহী কলেজ প্রশাসন। শনিবার (১০ আগস্ট) রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল খালেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিসহ কলেজের অন্যান্য শ্রেণির ক্লাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত কলেজের অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে।
আরও পড়ুন
রুয়েটে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ ঘোষণারাজশাহী কলেজ ছাত্রীনিবাসের প্রধান তত্ত্বাবধায়কের কার্যালয়ে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত রাজশাহী কলেজ ছাত্রীনিবাসের সব কার্যক্রম বন্ধ থাকবে।
Advertisement
এর আগে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা ও কলেজের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস রোববার (১১ আগস্ট) থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী শুরুর প্রস্তুতি নিয়েছিল কলেজ প্রশাসন।
সাখাওয়াত হোসেন/ইএ