বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সফল শিক্ষার্থীরা সড়কে যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন। সড়ক, মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ না থাকায় বিভিন্ন শিক্ষার্থীরা ট্রাফিকের কাজটি করে যাচ্ছেন। আর শিক্ষার্থীদের এ কাজে সহায়তা করতে গাজীপুরের জেলা প্রশাসক পাশে দাঁড়িয়েছেন।
Advertisement
জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাজের সুবিধার্থে ৩০টি লেজার লাইট, ১০০টি বাঁশি, ৩০০ প্যাকেট স্যালাইন, ৬০ লিটার রং, ৬০টি রং করার ব্রাশ ও আনুষঙ্গিক সরঞ্জাম, ১০০টি টুপি এবং পর্যাপ্ত পরিমাণ পানি প্রদান করেন।
শনিবার (১০ আগস্ট) গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর আসিফ, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের সমাজসেবামূলক কার্যক্রমকে উৎসাহ প্রদানের লক্ষ্যে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Advertisement
তিনি জেলা শহরের মুক্তমঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলাপকালে শিক্ষার্থীদের সার্বিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। এসময় তিনি ছাত্র-ছাত্রীদের নিজেদের সুরক্ষা নিশ্চিত করে কাজ করতে পরামর্শ দেন।
জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদাই ছাত্র-ছাত্রীদের পক্ষে আছে এবং ভবিষ্যতেও তাদের সঙ্গে নিয়েই কাজ করবে। তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের ছাত্র-ছাত্রীদের ভালো কাজগুলো প্রচার করে উৎসাহ প্রদানের জন্য আহ্বান জানান।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম
Advertisement