ক্রিকেট বোর্ডে নতুনের আবাহন। বিসিবিতে পরিবর্তন ও সংস্কার এর দাবিতে সোচ্চার দেশের ক্রিকেটাঙ্গন। এবার ক্রিকেট বোর্ডকে নতুন করে ঢেলে সাজানো ও সংস্কারের প্রস্তাব খোদ নাজমুল অবেদিন ফাহিমের কণ্ঠে। দেশের অন্যতম কুশলী ও দক্ষ ক্রিকেট প্রশিক্ষক মনে করেন, সবার আগে ক্রিকেট বোর্ডের নেতৃত্বে পরিবর্তন জরুরি।
Advertisement
সাকিব, মুশফিকদের গুরু হিসেবে পরিচিত ফাহিম বলেন, ‘আমরা তো চাই এমন একটা বোর্ড হোক, যেখানে ভালো একজন লিডার থাকবে, যার ভিশন থাকবে, যার মধ্যে বড় স্বপ্ন থাকবে। সে জন্য স্বচ্ছতা বা জবাবদিহিতা থাকা প্রয়োজন, সেগুলো থাকবে।’
ফাহিমের দাবি, ক্রিকেট বোর্ডকে নেতৃত্ব দিতে পারেন, বোর্ড কার্যক্রম দক্ষতা, সততা, নিষ্ঠার সাথে পরিচালনার পাশাপাশি একটা নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা রেখে সামনে এগিয়ে নেয়ার মত সংগঠক বাংলাদেশে আছেন। তাই তার মুখে এমন কথা, ‘অনেক মানুষই আমাদের দেশে আছেন, যারা অনেকদিন ধরে কোনো কাজ করার সুযোগই পাননি।’
এ মুহুর্তে রাতারাতি বোর্ডে পরিবর্তন আনা প্রসঙ্গে অভিজ্ঞ ক্রিকেট বোদ্ধা ফাহিমের ব্যাখ্যা, ‘আমার মনে হয় দায়টা সবচেয়ে বেশি নেতৃত্বের। নেতৃত্ব যদি ঠিক থাকে তাহলে বাকি জিনিসগুলো এমনিতেই চ্যানেলাইজ হয়ে যায়। এখন আইসিসির আইনসংক্রান্ত অনেক বিষয় আছে।’
Advertisement
ক্রিকেট উন্নয়নে বিকেএসপিসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন নিয়োজিত থাকা ফাহিমের দাবি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে যে কমিটি ছিল, তারা দেশের ক্রিকেট উন্নয়নের চেয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নেই বেশি মনোযোগী ছিল এবং ক্লাব ক্রিকেট থেকে শুরু করে দেশের ক্রিকেটকে নষ্ট করে দেয়ার অভিযোগও ফাহিমের কন্ঠে।
‘তারা যদি ক্রিকেটের সত্যিকার অর্থেই সেবক হতেন, তাহলে কিন্তু তারা আসতেন। আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিলেন। তাদের নিজস্ব এজেন্ডা ছিল। সে এজেন্ডাই তারা বাস্তবায়ন করেছেন। আমরা দেখেছি, ক্রিকেটের কী হয়েছে। ক্লাব ক্রিকেট বলি, পুরো খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে।’
বাংলাদেশেতো আছেনই, দেশের বাইরেও অনেক দক্ষ, অভিজ্ঞ সংগঠক আছেন যারা দেশের ক্রিকেট উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন, এমন বিশ্বাস ফাহিমের। তার অনুভব এমন মানুষ দরকার, যারা ক্রিকেট বোর্ডে আসাটাকে একটা ‘প্রিভিলাইজড’ ভাববেন না। তারা এটাকে দায়িত্ব হিসেবে নেবেন।
‘এটা আমার ব্যাপার নয়। সত্যিকার অর্থেই যারা ক্রিকেটে ভালো চায়, আর ক্রিকেট বাংলাদেশকে যেভাবে বিশ্বে প্রতিনিধিত্ব করে, আমাদের দেশে আছে, দেশের বাইরে অনেক লোক আছে, যারা যথেষ্ট অভিজ্ঞ। তাদের নিয়ে যদি কিছু চিন্তা-ভাবনা করা হয়, তাহলে তারা তাদের মতো করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। কারণ তারা নিশ্চয়ই ভাববে না যে ক্রিকেট বোর্ডে আসা মানেই একটা প্রিভিলেজ। তারা এটাকে দায়িত্ব হিসেবে নেবে। এখানে আমরা অনেক সেলিব্রেটিকে দেখতে পাই। কাজের মানুষদের দেখি না। তারা সবাই কাজের মানুষ।’
Advertisement
ফাহিম জানিয়ে দিয়েছেন দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করার সুযোগ পেলে তিনি দায়িত্ব নিতে রাজি। তাই মুখে এমন কথা, ‘যদি ইনপুট দেওয়ার সুযোগ থাকে, অবশ্যই অংশগ্রহণ করব। শুধু আমার কথা নয়, যারা এসব বিষয়ে অবগত আছেন, তাদের কাছ থেকে আইডিয়া নেওয়া দরকার। তাহলে সিদ্ধান্ত নিতে সহজ হয়।’
এআরবি/আইএইচএস