‘স্বাধীন রাষ্ট্রে, স্বাধীন চেতনায় পরিষ্কার-পরিচ্ছন্নতায় আমরা আছি দেশের কাজে’-এ স্লোগানের আলোকে গত ৭ ও ৮ আগস্ট ডাইকি এক্সিসের সঙ্গে হাত মিলিয়ে চার্ম লিমিটেড, তিজারা ও পাইওনিয়ার গ্রুপ যৌথভাবে রাজধানী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্সূচি পালন করেছে।
Advertisement
আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা দেশের যে রুপান্তরের সূচনা করেছে তার অনুসরণই ছিল এই কর্মসূচির প্রধান লক্ষ্য। ৭ আগস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী টোল প্লাজা এবং ৮ আগস্ট মহাখালী টোল প্লাজা পরিষ্কার করা হয়।
এতে ডাইকি এক্সিস, চার্ম লিমিটেড, তিজারা এবং পাইওনিয়ার গ্রুপের কর্মীরাসহ উপস্থিত ছিলেন নিকটস্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকার ছোট ছোট শিশুরা। বিপুল উৎসাহের মধ্য দিয়ে সফলভাবে এই কার্যক্রম সম্পন্ন হয়।
দেশ আমাদের সবার। তাই দেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সবার। ঢাকা শহর পরিষ্কারের এই ছোট্ট প্রচেষ্টায় পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।
Advertisement
এমএমএআর/এএসএম