দেশজুড়ে

লুট হওয়া মালামাল উদ্ধারে মাঠে নেমেছে সেনাবাহিনী

রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নেমেছে সেনাবাহিনী। শনিবার সকালে নগরীর বুলনপুর, কোর্ট এলাকায় অভিযান চালায় তারা। এসময় লুটের প্রায় ৩০ শতাংশ মালামাল উদ্ধার করা হয়।

Advertisement

শনিবার বুলনপুর এলাকায় গিয়ে দেখা যায়, মাইক নিয়ে প্রতিটি গলিতে গিয়ে লুট হওয়া মালামাল ফেরত দেওয়ার জন্য আহ্বান জানান ছাত্ররা। তাদের আহ্বানে সাড়া দিয়ে অনেকেই ফেরত দেন।

একজন ম্যাজিস্ট্রেট সেগুলো তালিকাভুক্ত করছেন। পরে উদ্ধার হওয়া মালামাল বিভিন্ন প্রতিষ্ঠানে আর অস্ত্র মহানগর পুলিশের কাছে ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে মেজর মোবাশ্বির হোসেন খান বলেন, আমরা রেড ক্রিসেন্টসহ সহযোগী সংগঠন নিয়ে মাঠে নেমেছি। কিছু মালামাল উদ্ধার করেছি। এরই মধ্যে ৩০ শতাংশ লুটপাটের মালামাল উদ্ধার হয়েছে। এসব স্ব স্ব প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। এই অভিযান চলবে।

Advertisement

সাখাওয়াত হোসেন/জেডএইচ/এএসএম