আইপিএল খেলতে স্টেইন এবং সাকিব দু’জনেই রয়েছেন ভারতে। দু’জনই খেলছেন ভিন্ন ভিন্ন দলে। গুজরাট লায়ন্সের হয়ে মাঠ কাপাচ্ছেন স্টেইন অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। আইপিএলে সম্ভব না হলেও এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) একই দলে খেলবেন সাকিব এবং ডেল স্টেইন। আগে থেকেই সাকিবকে নিজেদের তাবুতে নিয়ে এসেছি সিপিএলের দল জ্যামাইকা তালাওয়াস। লাসিথ মালিঙ্গার ইনজুরির কারণে জ্যামাইকাতে খেলার দরজা খুলে গেল স্টেইনের সামনে। মালিঙ্গার পরিবর্তে তাকে দলে নিয়েছে গেইলের দল। টেস্ট বোলিংয়ে বর্তমানে চতুর্থ স্থানে থাকলেও ৫ বছর ধরে রেখেছিলেন ১ নম্বর জায়গাটিকে। ওয়ানডেতেও রয়েছেন ষষ্ঠ স্থানে। জ্যামাইকা তালাওয়াসের প্রধান মোহাম্মাদ খান আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, ‘আমরা ডেল স্টেইনকে আমাদের দলে পেয়ে অনেক খুশি। ডেল বিশ্বের সেরা পেসার। আমরা বিশ্বাস করি, তার অন্তর্ভুক্তি আমাদের দলকে আরো শক্তিশালী করে তুলবে।’সাকিব এবং ডেল স্টেইন ছাড়াও জ্যামাইকা দলে রয়েছেন গেইল, আন্দ্রে রাসেল, কুমার সাঙ্গাকারার মত বিশ্বসেরা ব্যাটসম্যানরা। আরআর/এমএস
Advertisement