দেশজুড়ে

হিলিতে অর্ধদিবস আমদানি-রপ্তানি বন্ধ

হিলিতে অর্ধদিবস আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে হিলি স্থলবন্দর দিয়ে শনিবার দুপুর ১২টা পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকে। পরে সাড়ে ১২টার দিকে আবারো বন্দরে আমদানি রপ্তানি শুরু হয়।

Advertisement

শনিবার (১০ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে ভারতের হিলি ব্যবসায়ীদের সংগঠন হিলি সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি রাজেশ কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় কলকাতার পাম এভিনিউ বাসভবনে ভারতের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুবরণ করেন। তার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজ দুপুর ১২টা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, ভারতের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধের একটি বিজ্ঞপ্তি জানানো হয়। সাড়ে ১২টার দিকে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

Advertisement

মো. মাহাবুর রহমান/এফএ/এএসএম