কর্মস্থলে নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে রাজশাহীতেও কর্মবিরতি শুরু করেছেন পুলিশের সাধারণ সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
Advertisement
শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী পুলিশ লাইন্সে বিক্ষোভ মিছিলে এ ঘোষণা দেন তারা।
এ সময় পুলিশ সদস্যরা ‘যদি হয় সংস্কার, পুলিশ হবে জনতার’, ‘আমার ভাই মরলো কেন, বিসিএস জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’ সহ নানা স্লোগান দিতে থাকেন।
এ সময় পুলিশের কনস্টেবল জীবন ইসলাম বলেন, এখানে আমরা যারা আছি তারা সবাই বাংলাদেশ পুলিশের নিম্নপদস্থ কর্মকর্তা। কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর পর্যন্ত সবাই আমরা আছি। আমাদের আজকের মূল দাবি হচ্ছে, বর্তমান সরকার ড. মোহাম্মদ ইউনূস, তিনিও বাংলাদেশকে ঢেলে সাজাবেন। আমরা চাই, ১১ দফার মাধ্যমে বাংলাদেশ পুলিশও সংস্কার হোক। সে কারণেই আমাদের স্লোগান হয়েছে, ‘যদি হয় সংস্কার, পুলিশ হবে জনতার’। সাধারণ মানুষেরও প্রত্যাশা পুলিশ হবে জনতার। পুলিশ বর্তমানে যেভাবে চলে এমন থাকলে কখনো জনতার হবে না, সংস্কারও হবে না।
Advertisement
সাখাওয়াত হোসেন/এফএ/এএসএম