জাতীয়

প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আইনজীবীরা।

Advertisement

শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় সরেজমিনে সুপ্রিম কোর্টে দেখা যায়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে জড়ো হয়ে আইনজীবীরা বিক্ষোভ করছেন।

এসময় তারা, 'হই হই রৈ রৈ, চিফ জাস্টিজ গেলো কই', 'অবৈধ বিচারপতি, মানিনা মানবো না', 'দফা এক দাবি এক,চিফ জাস্টিজের পদত্যাগ', 'আইনজীবীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন

Advertisement

প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে হাইকোর্টে শিক্ষার্থীদের বিক্ষোভ

এর আগে আজ শনিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর প্রতিবাদে আইনজীবীরা রাস্তায় বের হয়ে আসেন। পরে সাধারণ শিক্ষার্থীরা হাইকোর্টে অবস্থান নেয়। বর্তমানে  সুপ্রিম কোর্টের ভেতরে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলছে।

এনএস/এসআইটি/এমএস