দেশজুড়ে

শার্শায় ভোট ৪ জুন

৬ষ্ঠ বা শেষ ধাপের ৭২৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এ ধাপে ভোটগ্রহণ হবে আগামী ৪ জুন। এ দিন যশোরের শার্শা উপজেলার ১১ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য দুই তিনদিনের মধ্যে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে।এদিকে, শেষ ধাপের নির্বাচনে আগামী ৯ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র বাছাই ১১ ও ১২ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মে। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ২০ মে প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট ইউপির রিটার্নিং অফিসারা। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ইউপির তালিকাসহ এ সংক্রান্ত ভোটের সময়সূচি জারি করে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন।জামাল হোসেন/এমএএস/এমএস

Advertisement