খেলাধুলা

৩৫৭ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

আগের দিন ৮ উইকেটে ৩৪৪ রান ছিল। পোর্ট অব স্পেন টেস্টের তৃতীয় দিনে আর ১৩ রান যোগ করেই বাকি দুই উইকেট হারালো দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে অলআউট হলো ৩৫৭ রানে।

Advertisement

জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে ২৩ রান। মিকেল লুইস ১৫ আর ক্রেইগ ব্রেথওয়েট ৬ রানে অপরাজিত আছেন।

ত্রিনিদাদে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে টনি ডি জর্জি ও টেম্বা বাভুমার ব্যাটে চড়ে ৮ উইকেটে ৩৪৪ রান তুলেছিল প্রোটিয়ারা। ম্যাচের প্রথম দিন মাত্র ১৫ ওভার ব্যাট করতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে এইডেন মার্করামের উইকেট হারিয়ে ৪৫ রান করেছিল তারা।

দ্বিতীয় দিনে ৮৬ রানের মাথায় ব্রেথ-থ্রু এনে দেন ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ। ত্রিস্টান স্টাবসকে জেসন হোল্ডারের ক্যাচ বানান তিনি। এরপর বাভুমার সঙ্গে ৫১ রানের (১৩২ বলে) জুটি করেন জর্জি। হাফসেঞ্চুরির পর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে এগুতে থাকেন তিনি। তবে শেষ পর্যন্ত দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে অবদান রাখলেও আক্ষেপে পুড়তে হয়েছে জর্জিকে।

Advertisement

৭৮ রানের মাথায় জোমেল ওয়ারিকেনের বলে কাভিম হজের হাতে ক্যাচ হয়ে যান জর্জি। এতে ক্যারিয়ারের প্রথম শতক প্রাপ্তির স্বাদ উপভোগে বিলম্ব করতে হলো বাঁহাতি এই ব্যাটারকে।

আক্ষেপের দেয়াল ভাঙতে পারেননি বাভুমাও। ৮৬ রানে (১৮২ বলে) থেমে যায় তার ধৈর্যশীল যাত্রা। জেডেন সিলসের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন প্রোটিয়া অধিনায়ক। শেষ দিকে কাইল ভেরেন্নের ৩৯ আর ওয়ান মুলদারের অপরাজিত ৩৭ রানে ৩০০ রান টপকে যায় প্রোটিয়ারা। দল অলআউট হলেও মুলদার শেষ পর্যন্ত ৪১ রানে অপরাজিত থেকে যান।

ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকেন ৬৯ রানে নেন ৪টি উইকেট। জেডেন সিলস ৩টি এবং কেমার রোচ শিকার করেন ২টি উইকেট।

এমএমআর/এএসএম

Advertisement