তথ্যপ্রযুক্তি

যুক্তরাষ্ট্রের বাইরে অ্যাপল পে

মার্কিন শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপলের মোবাইল অর্থ লেনদেন সেবা অ্যাপল পে ব্যবহারে গতি আনতে প্রতিষ্ঠানটি তাদের সেবা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাইরে চালু করতে যাচ্ছে। শিগগিরই ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় অ্যাপলের এই সেবাটি চালু হবে। ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কোন কোন এলাকায় সেবাটি সরবরাহ হবে এবং ওইসব এলাকায় অ্যাপল কত সংখ্যক কর্মী নিয়োগ দেবে বা কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে সেবাটি সরবরাহ হবে, তার একটি তালিকা তৈরি করেছিল অ্যাপল।ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ভারতের স্থানীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেশকিছু আন্তর্জাতিক কোম্পানিকে অ্যাপল পে সেবা সরবরাহের দায়িত্ব দেয়া হতে পারে।  উল্লেখ্য, অ্যাপল পে ব্যবহার করতে হলে গ্রাহককে আইফোন সিক্স বা আইফোন সিক্স প্লাস ব্যবহার করতে হবে। গত অক্টোবরে সেবাটির উদ্বোধন করা হয়। বাজারে আসার তিনদিনের মধ্যেই প্রায় ১০ লাখ মানুষ সেবাটির ব্যবহার শুরু করেন।

Advertisement