বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (শুক্রবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক।
Advertisement
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কারণে স্বয়ংক্রীয়ভাবেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বাংলাদেশের মন্ত্রিসভা। তারই ধারাবাহিকতায় শূন্য হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও। পদ চলে গেছে সাবেক ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের।
আজ প্রজ্ঞাপন জারির মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন দপ্তর বণ্টন করা হয়। সেখানে ছাত্রদের প্রতিনিধি আসিফ মাহমুদকে ক্রীড়া দপ্তরের দায়িত্ব প্রদান করা হয়।
এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য ১৩ জন উপদেষ্টা। তবে ঢাকার বাইরে থাকায় সেদিন তিনজন উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেননি।
Advertisement
এমএইচ/এমএস