‘কারো কথায় আমরা কোনো রাষ্ট্রীয় সম্পত্তিতে হানা দেবো না। রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের। আমরা এই সম্পদ রক্ষা করবো।’
Advertisement
খুলনার শহীদ হাদিস পার্কে মোমবাতি জ্বালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতদের স্মরণ করে শিক্ষার্থীরা এই শপথ গ্রহণ করেন।
সন্ধ্যায় শহীদ মিনারের পাদদেশে মোমবাতি জ্বালিয়ে এবং দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।
এসময় ছাত্র নেতা ফারহান ইশরাক অক্ষর বলেন, আমরা এক অপশক্তিকে হটিয়ে আরেক অপশক্তিকে ক্ষমতায় বসাতে চাই না। যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছে। এসব কিছুর প্রতিশোধ আমরা নিয়েছে। আমরা আর কোনো অপশক্তিকে মেনে নেবো না। আমরা চাই ছাত্রদের অধিকার যেন কোনো সময় খর্ব না হয়।
Advertisement
আলমগীর হান্নান/জেডএইচ/এমএস