খেলাধুলা

ইতিহাস গড়া হলো না মিশরের, প্রথমবার পদক জিতলো মরক্কো

দুই দলই হেরেছিল প্যারিস অলিম্পিকের সেমিফাইনালে। গতকাল বৃহস্পতিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছিল দুই দল। বোঞ্জ পদক জয়ের লড়াইয়ে মিশরকে পাত্তাই দিলো না মরক্কোর অনূর্ধ্ব-২৩ দল। ৬-০ গোলের বিশাল ব্যবধানে জিতে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে কোনো পদক জিতলো মরক্কো।

Advertisement

অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো সেরা চারে উঠেছিল মিশরও। কিন্তু মেডেল ছুয়ে দেখা হলো মিশরীয়দের। ব্যর্থ হয়েই ফিরতে হলো তাদের।

বৃহস্পতিবার খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে মিশর। ম্যাচের ১২ মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মিডফিল্ডার জিজুকে হারায় তারা। এতে মিশরের উপর দ্বিগুণ চাপ বাড়ায় মরক্কো।

Morocco are in the mood.#Paris2024 pic.twitter.com/RHjfei2cmX

Advertisement

— FIFA World Cup (@FIFAWorldCup) August 8, 2024

দুই মিনিটের ব্যবধানে ৩ গোল করে বসে মরক্কো। ম্যাচের ২৩ ও ২৬ মিনিটে গোল করে চালকের আসনে বসে তারা। প্রথম গোল করেন আবদে আজালজ্যালে ও দ্বিতীয়টি আসে সুফিয়ানে রাহিমির হেড থেকে।

মিশরের বিপক্ষে গোল করে অলিম্পিকে দারুণ একটি রেকর্ড করেন রাহিমি। প্রথম কোনো ফুটবলার হিসেবে টানা ৬ ম্যাচের সবগুলোতেই গোল করার অনন্য কীর্তি গড়েন তিনি।

ACHRAF HAKIMI WITH A STUNNING FREE KICK IN THE BRONZE MEDAL MATCH MOROCCO LEAD 6-0 OVER EGYPT pic.twitter.com/5h9K2Im3lV

— ESPN FC (@ESPNFC) August 8, 2024

বাকি ৪ গোল দ্বিতীয়ার্ধে করে মরক্কো। ৫১ মিনিটে গোল করেন বিলাল এল খানোউস। ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রাহিমি। এবারের আসরে ৬ ম্যাচে মোট ৮ গোল করেন মরক্কোর এই ফরোয়ার্ড। এতে ব্যবধান দাঁড়ায় ৪-০।

Advertisement

৭৩ মিনিটে ব্যবধান ৫-০ করেন আকরাম নাখাচ। মিশরেরক কফিনে সর্বশেষ পেরেকটি ঠুকে দেন আশরাফ হাকিমি। দূর থেকে ফ্রি-কিকে চোখধাঁধানো এক গোল করেন তিনি। ফলে মিশরের জালে ৬ গোল দিয়ে প্যারিস অলিম্পিকের বোঞ্জ পদক জিতে নেয় মরক্কো।

এমএইচ/এমএস