সাহিত্য

অনিন্দ্য নূরের কবিতা: কাঠগোলাপের চিরকুট

তোমার ধ্রুপদী নীল বারান্ধা পেরিয়েআমি উন্নাসিক—উন্মাদ নাবিককত প্রণয়ে ভেঁজা কাজলের নদী তীরেগোধূলি করেছি ভেলা—তুমি জানো না!

Advertisement

তোমার নেশাগ্রস্ত ক্যাফেইনের আঁচল নিংড়েকত কাব্যের বর্ণমালা কথা হারায়তোমার ভীরুপায়—বাক্যহীন নূপুর কত অসহায় —তুমি জানো না!

কাঁক ভেজা আধ-মাখা জ্যোৎস্নার ওষ্ঠাধরনিরব ভীরু আকাশ কত চুম্বনের ক্ষত নিয়েদীর্ঘ ক্লান্ত রাত পাড়ি দেয়—চাতক প্রতীক্ষায় —তুমি জানো না!

‘পৃথিবীর মতো হেরেছো—তুমিও সরল হৃদয় নিয়ে—যুগান্তরে পথ ঘোরে—চিরঞ্জীব ডাকঘরে রেখো অনন্তের ঠিকানাআমি না হয় রেখে যাবো—প্রাণের কাঠগোলাপের চিরকুট’।

Advertisement

এসইউ/এমএস