শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রশাসনিক ভবনগুলোতে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীবান্ধব নতুন প্রশাসক নিয়োগ না দেওয়া পর্যন্ত তালা ঝুলবে বলে জানিয়েছেন তারা।
Advertisement
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে তালা দেন শিক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম।
তিনি বলেন, বুধবার (৭ আগস্ট) দুপুরে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আমরা লক্ষ্য করছি যে, আলটিমেটামের সময় পেরিয়ে গেলেও উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ অনেকেই এখনো পদত্যাগ করেননি। এজন্য আমরা ছাত্রসমাজ আজ থেকে তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি। প্রশাসনিক ভবন ও রুমগুলোকে তালা লাগিয়ে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীবান্ধব নতুন প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।
Advertisement
নাঈম আহমদ শুভ/এসআর/জেআইএম