বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ পটুয়াখালী গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে আটক করেছেন বরিশালের শিক্ষার্থীরা। এগুলো নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে পরিবারসহ যাচ্ছিলেন তিনি।
Advertisement
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে নগরীর সিঅ্যান্ডবি রোড চৌমাথা এলাকায় সড়কের শৃঙ্খলারক্ষায় দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা গাড়িতে তল্লাশি করে টাকা ও স্বর্ণালংকার পান।
নির্বাহী প্রকৌশলীর নাম হারুন অর রশিদ। খবর পেয়ে সেনাবাহিনীর কর্মকর্তরা এসে তাকে কোতোয়ালি থানায় নিয়ে গেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হারুন অর রশিদকে সপরিবারে থানায় বসিয়ে রাখা হয়েছে। পুলিশ কর্মস্থলে না ফেরায় টাকার পরিমাণ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। তবে রাতের মধ্যে পুুলিশ থানায় ফেরবে বলে সেনা সূত্র জানিয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিএনসিসি সদস্য আয়াত উল্লাহ জানান, ঢাকা-ফরিদপুর-কুয়াকাটা মহাসড়কের নগরীর চৌমাথা এলাকায় তারা যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন। সব ধরনের গাড়ি তারা চেক করেন। বিকেল সাড়ে ৫টার দিকে কালো রঙের একটি প্রাইভটকার ফরিদপুরে দিকে যাচ্ছিল। দূর থেকে তিনি (আয়াত উল্লাহ) লক্ষ্য করেন, গাড়িটি দ্রুত ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছে। সন্দেহ হলে থামিয়ে তল্লাশি চালাতে চান। এতে বাধা দেন নির্বাহী প্রকৌশলী পরিচয় দেওয়া ওই ব্যক্তি। পরে শিক্ষার্থীরা বড় একটি ব্যাগ খুললে বিপুল পরিমাণ টাকার বান্ডিল ও স্বর্ণালংকার দেখতে পান। তাদের ধারণা, কমপক্ষে ২০ লাখ টাকা হবে।
Advertisement
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ দাবি করেন, বৈধ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরিবারসহ তিনি যশোরের বাড়িতে যাচ্ছেন।
বরিশালে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর রাশেদ বলেন, ওই ব্যক্তি নিজেকে পটুয়াখালী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দিয়েছেন। শিক্ষার্থীরা তাকে আটকে আমাদের খবর দিলে আমরা তাকে কোতোয়ালি থানায় পাঠিয়েছি।
শাওন খান/এসআর/জেআইএম
Advertisement