শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে রাস্তায় নেমেছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ইভা চরিত্রের অভিনেত্রী পারসা ইভানা। গতকাল ফেসবুকে ঘোষণা দিয়ে আজ (৮ আগস্ট) বৃহস্পতিবার উত্তরায় দেয়াল পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনে হাত লাগিয়েছেন এই তরুণ অভিনেত্রী। আর এ কাজ করতে গিয়ে নিজেকে স্বাধীন স্বাধীন লাগছিল পারসার।
Advertisement
আজ বিকেলে ফেসবুকে পারসা লিখেছেন, ‘আমরাই বাংলাদেশ, নতুন রঙে উত্তরা।’ ছবিতে দেখা গেছে, রাস্তার পাশের দেয়ালের ময়লা পরিষ্কার করা হয়েছে। সেসব দেয়াল নানা রঙে বর্ণিল হয়ে উঠেছে। দেয়াল জুড়ে আঁকা হয়েছে সুদৃশ্য চিত্রকর্ম। শিক্ষার্থীদের সঙ্গে এতে হাত লাগিয়েছিলেন পারসা ইভানা। তাদের মধ্যে ছিলেন তার অনেক অনুরাগী।
উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে ছবি তুলেছেন পারসা ইভানা। ছবি: শিল্পীর সৌজন্যে
আপনি সেখানে যাওয়ায় তারা কেমন বোধ করছিল? জানতে চাইলে জাগো নিউজকে পারসা বলেন, ‘ওরা আমাকে খুব পছন্দ করে। আমি যাওয়ায় ওরা খুব খুশি হয়েছে। আমি ওদের অনুপ্রাণিত করতেই সেখানে গিয়েছি। সবাই আমার সঙ্গে ছবি তুলল, পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখালো। সেখানে শতাধিক ছেলেমেয়ে ছিল। শান্তা মারিয়ামের অনেক টিচাররা ছিলেন, কীভাবে কী করতে হবে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। ওরা ওদের কাজে সবার কাছ থেকে অনেক সাপোর্ট পাচ্ছে। আমি ওদের সঙ্গে দেয়াল রঙ করলাম। প্রায় চার ঘণ্টা আমি ওদের সঙ্গে ছিলাম।’
Advertisement
সব সময় ক্যামেরার সামনে কাজ করেন। আজ বাস্তবজীবনের কিছু কাজ করে কেমন লাগলো? এমন প্রশ্নে পারসা ইভানা বলেন, ‘একটা অন্য রকম অনুভূতি। নিজেকে স্বাধীন স্বাধীন লাগছিল।’
নতুন কাজে কবে যোগ দিচ্ছেন? জানতে চাইলে পারসা বলেন, ‘আপাতত শুটিং বন্ধ আছে। বেশ কয়েকটা কাজের কথা হয়ে আছে।’ সিনেমার ব্যাপারে কারও সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘গল্প নিয়ে যোগাযোগ করেছিলেন অনেকে। কিন্তু সেগুলোর মধ্যে আমার সঙ্গে মিলছে না। তাই কাজে যুক্ত হচ্ছি না। তবে ঠিকঠাক কোনো গল্প পেলে কাজ করবো।’
নৃত্যশিল্পী প্রশিক্ষণ নিয়েছিলেন পারসা। ক্লাসিক্যাল নৃত্যে জাতীয় পর্যায়ে পুরস্কারও পেয়েছেন। আবার নাচভিত্তিক একটি টিভি রিয়্যালিটি শোয়ে হয়েছিলেন চ্যাম্পিয়ন। কিন্তু পরিচিতি পেয়েছেন অভিনয়শিল্পী হিসেবে। দর্শক এখন তাকে চেনেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ইভা হিসেবে।
এমআই/আরএমডি/জেআইএম
Advertisement