জাতীয়

অন্তর্বর্তী সরকারের শপথ রাত ৯টায়

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ রাত ৯টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে।

Advertisement

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গতকাল বুধবার বিকেলে সেনাসদরে আয়োজিত ব্রিফিংয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছিলেন, শপথগ্রহণ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়।

তবে আজ সেই শপথ অনুষ্ঠান ৩০ মিনিট পিছিয়ে রাত ৯টায় সময় নির্ধারণ করা হয়।

Advertisement

আরও পড়ুন

যারা আছেন অন্তর্বর্তী সরকারে দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরেছেন তিনি।

এদিকে, এরই মধ্যে ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরএমএম/এমকেআর/জেআইএম

Advertisement