ধর্ম

খাওয়ার সময় দস্তরখানা বিছানো কি সুন্নত?

আমাদের দেশে দস্তরখানা বলতে বোঝানো হয় কাপড় বা প্লাস্টিকের এক ধরনের বিছানাকে যার ওপর খাবারের পাত্র রেখে খাওয়া হয়। আমাদের দেশে অনেকেই ধারণা খাওয়ার সময় এ রকম দস্তরখানা বিছানো সুন্নত। এ ধারণাটি সঠিক নয়।

Advertisement

খাবার কোনো পাত্র, পাত্র না থাকলে চামড়া, কাপড় বা প্লাস্টিকের বিছানার ওপর রেখে খাওয়া সুন্নত। শরিয়তের পরিভাষায় এটাকেই দস্তরখানা বলা হয়েছে। খাবারের পাত্র বা প্লেট ইত্যাদি থাকার পরও নিচে আরেকটি কাপড় বা প্লাস্টিকের বিছানা বিছিয়ে নেওয়া সুন্নত নয়।

তবে অবশ্যই প্রচলিত দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া নিষিদ্ধ বা অপছন্দনীয় নয়। পরিচ্ছন্নতার জন্য সহায়ক হওয়ার কারণে খাওয়ার সময় এ রকম দস্তরখানা ব্যবহার করাই উত্তম। কিন্তু প্রচলিত দস্তরখানা বিছানো ‘সুন্নত’ মনে করে এটা নিয়ে বাড়াবাড়ি করা, কেউ প্রচলিত দস্তরখানা না বিছালে তার নিন্দা করা ঠিক নয়।

খাওয়ার সময় যেভাবে বসতে হবে

স্বাভাবিকভাবে বসে খেতে পারে এমন ব্যক্তির জন্য হেলান দিয়ে খাওয়া অপছন্দনীয় বা মাকরুহ। আবু জুহাইফা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, আমি হেলান দিয়ে খাবার খাইনা। (সহিহ বুখারি:৫৩৯৮)

Advertisement

অন্য একটি হাদিসে আবদুল্লাহ ইবনে আমর (রা.) তার পিতা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্বাভাবিক অবস্থায় কখনো হেলান দিয়ে আহার করতে দেখা যায়নি। (সুনানে আবু দাউদ ৪/২৮৭)

কারণ হেলান দিয়ে খেলে আল্লাহর নেয়ামত খাবারের প্রতি নিজের মুখাপেক্ষিতা ও রিজিকদাতা আল্লাহর প্রতি শোকর প্রকাশ পায় না। অহমিকা প্রকাশ পায়। একটি হাদীসে এসেছে, নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আমি আল্লাহ তাআলার গোলাম। আমি সেভাবেই আহার করি যেভাবে একজন গোলাম আহার করে এবং আহারের জন্য সেভাবেই বসি যেভাবে একজন গোলাম বসে। (কিতাবুয যুহদ: ১১)

তবে কেউ অসুস্থতা বা দুর্বলতার কারণে হেলান দিয়ে বসে খেতে পারে। হেলান দিয়ে বসে খাওয়া নাজায়েজ বা হারাম কাজ নয়। খাওয়ার সময় বসার সাধারণ সুন্নত পদ্ধতি হলো, দুই হাঁটু বিছিয়ে এক পায়ের ওপর বসে আরেক পা দাঁড় করিয়ে রাখা। যেভাবে আমরা নামাজের সময় বসি। সহিহ বুখারির ব্যাখ্যাকার বদরুদ্দীন আইনি (রহ.), ইবনে কায়্যিমসহ (রহ.) অনেক আলেমরা এভাবে বসে খাওয়াকে সুন্নত বলেছেন।

ওএফএফ/জেআইএম

Advertisement