র্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হিসেবে নিয়োগ পেলেন কর্নেল মো. আনোয়ার লতিফ খান। এর আগে এই দায়িত্বে ছিলেন কর্নেল জিয়াউল আহসান। তিনি বর্তমানে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। র্যাব জানায়, এর আগে কর্নেল মো. আনোয়ার লতিফ খান র্যাব-১১ এর অধিনায়ক ছিলেন। ২০১২ সালের ১৩ মে বাংলাদেশ সেনাবাহিনী হতে র্যাব ফোর্সেস এ যোগদান করেন। তিনি র্যাব-১১ ছাড়াও র্যাব-৫ এবং র্যাব-৭ এর অধিনায়ক হিসেবে অত্যন্ত সততা, দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ২৬তম বিএমএ লং কোর্সে ০৯ জুন ১৯৯২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। চাকরি জীবনে তিনি ৩, ৪, ১৪ ই বেঙ্গল রেজিমেন্ট, পিজিআর এ ষ্টাফ অফিসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগে দায়িত্ব পালন করেন। এছাড়াও ২৪ পদাতিক ডিভিশনে ষ্টাফ অফিসার (অপারেশন) গ্রেড-২ হিসেবে নিয়োজিত ছিলেন। সেনাবাহিনীতে তিনি ২৫ ই বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি বৈদেশিক মিশন সিয়েরালিয়ন এবং সুদানে দায়িত্ব পালন করেন। এআর/জেএইচ/এবিএস
Advertisement