জাতীয়

এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ

এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বর্তমান চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

Advertisement

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে এনবিআরের প্রধান কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ করতে দেখা গেছে। বিক্ষোভে উপস্থিত থাকা কর্মকর্তা ও কর্মচারীরা বলছেন বর্তমান চেয়ারম্যান ভয় ভীতি দেখিয়ে নানা অনিয়ম করেছেন।

বিক্ষোভে ঢাকা ও ঢাকার বাইরের ১০ম থেকে ২০তম গ্রেডের বঞ্চিত কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর চারটি গাড়ি এনবিআর ভবনে প্রবেশ করে।

আরও পড়ুন>

Advertisement

এনবিআর চেয়ারম্যানকে বরখাস্তসহ ৯ দফা দাবি কর্মচারীদের

এনবিআরের কর্মচারীদের উদ্দেশ্যে সেনাবাহিনীর সদস্যরা বলেন, দেশ বর্তমানে একটি জটিল পরিস্থিতি পার করছে। এ মুহুর্তে কোন ধরণের আন্দোলন পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। যাবতীয় দাবি লিখিতভাবে আমাদের কাছে দেন। আমরা সেটা যথাস্থানে পৌঁছে দেবো। পরে কর অঞ্চল-৬ এর কমিশনার লুৎফুল আজিম উপস্থিত কর্মীদের শান্ত হতে বললে স্থান ত্যাগ করেন তারা।

তাদের দাবিগুলো হলো, প্রশাসন ক্যাডার থেকে প্রেষণে এনবিআরে পদায়ন না করা, কাস্টমস ক্যাডার থেকে চেয়ারম্যান নিয়োগ, অবৈধ নিয়োগ ও আউটসোসিং পদ্ধতিতে নিয়োগ বাতিল, দুই বছর পর বদলি বাণিজ্য বন্ধ করা, পদায়ণে জ্যেষ্ঠতা বিধিমালা ও আইন অনুসরণ, শূন্য পদে পদোন্নতি ও কোন পদ খালি না রাখা, অ্যাসোসিয়েশনের সঙ্গে পরামর্শ করে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সিদ্ধান্ত নিতে হবে ও আয়কর অনুবিভাগের সিদ্ধান্ত শুধুমাত্র আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাই নেবেন।

এসএম/এসআইটি/এএসএম

Advertisement