আইন-আদালত

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরের পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দেন।

Advertisement

এস এম মুনীর নিজে পদত্যাগের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পতনের পর থেকে তার সরকারের আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

Advertisement

আরও পড়ুন

পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শেখ হাসিনার দেশত্যাগের পর পদত্যাগের হিড়িক অন্তর্বর্তী সরকারের শপথ রাতে

এর আগে বুধবার (৭ আগস্ট) পদত্যাগ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এস কে) মোরসেদও পদত্যাগ করেছেন।

এফএইচ/ইএ/এএসএম

Advertisement