ক্যাম্পাস

ঢাবি ছাত্রলীগ সভাপতি শয়নকে ডিইউডিএস থেকে বহিষ্কার

ঢাবি ছাত্রলীগ সভাপতি শয়নকে ডিইউডিএস থেকে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল কবির শয়নকে আজীবনের জন্য সোসাইটির সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

বুধবার (৭ আগস্ট) রাতে সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার ও সাধারণ সম্পাদক আদনান মুস্তারীর সই করা একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে এক নতুন বাংলাদেশের জন্ম হওয়ায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বাংলাদেশের আপামর জনসাধারণকে জানায় মুক্তির শুভেচ্ছা। আন্দোলনের শুরু থেকেই ছাত্র জনতার রণ-রথের অংশ হতে পেরে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি অত্যন্ত গর্বিত। আমরা বিশ্বাস করি, সাধারণ শিক্ষার্থী ও জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের সত্যিকারের আদর্শ তথা ন্যায়ভিত্তিক বা বৈষম্যবিরোধী বাংলাদেশ বিনির্মাণ হবে। সকলের অংশগ্রহণের ভিত্তিতে ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোত্র নির্বিশেষে সমতা, গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হবে, যা এতদিন অনুপস্থিত ছিল।

সোসাইটির নেতারা বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়' এর সভাপতি মাজহারুল কবির শয়ন ছাত্র-জনতার এ শান্তিপ্রিয় আন্দোলন দমানোর জন্য অনৈতিক ও অবৈধভাবে বল প্রয়োগ করেছেন বলে বিভিন্ন পত্রপত্রিকা ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ উঠে এসেছে।

Advertisement

তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে সাধারণ ছাত্রদের নির্বিচারে হত্যায় প্রত্যক্ষ মদদ, অনুসারীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন এবং ডিবেটিং সোসাইটির নিরপেক্ষ কার্যক্রমে হস্তক্ষেপে আমরা মর্মাহত।

তার এই ঘৃণীত কর্মকাণ্ডের জন্য ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সকল কর্মকাণ্ড থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। পাশাপাশি রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, একই সঙ্গে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি সৈয়দ আরিফ হোসেন আশিককে দীর্ঘদিন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির কার্যক্রমে ভয়ের রাজত্ব সৃষ্টি ও হস্তক্ষেপ, ট্যাগিং কালচারের মাধ্যমে নারী বিতার্কিকদের নির্যাতন, অবাধ বাকস্বাধীনতা ও সাংগঠনিক কার্যক্রমে বাধা প্রদানসহ চলমান আন্দোলনে সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রকাশ্যে সমর্থন এবং উসকানি দেওয়ার অভিযোগে আজীবনের জন্য ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সকল কার্যক্রম থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

আমরা বিশ্বাস করি, সত্যের পক্ষে থাকা যুক্তিশীল প্রতিটি বিতর্ক সংগঠন এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাদের কার্যক্রম থেকেও উক্ত ব্যক্তিবর্গকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করবে।

Advertisement

এমএইচএ/এমআইএইচএস