জাতীয়

মধ্যরাতে ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতির খবর

পুলিশের অনুপস্থিতির সুযোগে গত দুই রাত ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। ডাকাতির খবরে আতঙ্কগ্রস্থ পুরো রাজধানীবাসী। রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রয়োজনে সেনাবাহিনীকেও খবর দেওয়া হচ্ছে।

Advertisement

বুধবার (৭ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টা থেকে রাজধানীর মোহাম্মদপুর, নবোদয় হাউজিং, বসিলা, মানিকদি, কালশী, ইসিবি চত্বর, ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। এসব এলাকায় মসজিদে মাইকিং হচ্ছে, সবাইকে সতর্ক করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, ডাকাত দল এলাকায় প্রবেশ করে ডাকাতি করছিল। এমন সময় সেনাবাহিনীর দেওয়া জরুরি নম্বরে ফোন করলে তারা এসে পুরো এলাকায নিয়ন্ত্রণে নেয়। এরপর বেশ কয়েকজন ডাকাত চক্রের সদস্যকে আটক করে সেনাবাহিনী।

এরই মধ্যে বেশকিছু ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ডাকাত দলের সদস্যদের ধরে বেঁধে রেখেছেন এলাকাবাসী।

Advertisement

ইসিবি চত্বরে দুজনকে ও মোহাম্মদেরের বসিলায় কয়েকজনকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখেন এলাকাবাসী।

বসিলার বাসিন্দা অনির্বাণ বিশ্বাস জানান, রাত সোয়া ১২টার দিকে লুটপাট করতে বিভিন্ন দিক থেকে এলাকায় ঢুকে ডাকাতরা। এসময় এলাকাবাসী লাঠি হাতে রাস্তায় নেমে আসেন। মসজিদ থেকে মাইকিং করে সতর্ক করা হয়।

এদিকে বুধবার (৭ আগস্ট) আইএসপিআর থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Advertisement

এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে নিম্নলিখিত নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে:

বরিশাল বিভাগ

১। বরিশাল০১৭৬৯০৭২৫৫৬০১৭৬৯০৭২৪৫৬

২। পটুয়াখালী০১৭৬৯০৭৩১২০০১৭৬৯০৭৩১২২

 ৩। ঝালকাঠি০১৭৬৯০৭২১০৮০১৭৬৯০৭২১২২

৪। পিরোজপুর০১৭৬৯০৭৮২৯৮০১৭৬৯০৭৮৩০৮

চট্টগ্রাম বিভাগ 

১। নোয়াখালী০১৬৪৪-৪৬৬০৫১০১৭২৫-০৩৮৬৭৭

২। চাঁদপুর০১৮১৫-৪৪০৫৪৩০১৫৬৮-৭৩৪৯৭৬ 

৩। ফেনী০১৭৬৯-৩৩৫৪৬১০১৭৬৯-৩৩৫৪৩৪

৪। লক্ষীপুর০১৭২১-৮২১০৯৬০১৭০৮৭৬২১১০

৫। কুমিল্লা০১৩৩৪-৬১৬১৫৯০১৩৩৪-৬১৬১৬০

৬। ব্রাক্ষণবাড়িয়া০১৭৬৯-৩২২৪৯১০১৭৬৯-৩৩২৬০৯

৭। কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা০১৭৬৯১০৭২৩১০১৭৬৯১০৭২৩২

৮। চট্টগ্রাম (লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ব্যতীত)০১৭৬৯২৪২০১২০১৭৬৯২৪২০১৪

ঢাকা বিভাগ

১। মাদারীপুর০১৭৬৯০৭২১০২০১৭৬৯০৭২১০৩

২। কিশোরগঞ্জ০১৭৬৯১৯২৩৮২০১৭৬৯২০২৩৬৬

৩। টাঙ্গাইল০১৭৬৯২১২৬৫১০১৭৬৯২১০৮৭০

৪। গোপালগঞ্জ০১৭৬৯-৫৫২৪৩৬০১৭৬৯-৫৫২৪৪৮

৫। রাজবাড়ী০১৭৬৯-৫৫২৫১৪০১৭৬৯-৫৫২৫২৮

৬। গাজীপুর০১৭৮৫৩৪৯৮৪২০১৭৬৯০৯২১০৬

৭। মুন্সিগঞ্জ০১৭৬৯০৮২৭৯৮০১৭৬৯০৮২৭৮৪

৮। মানিকগঞ্জ০১৭৬৯০৯২৫৪০০১৭৬৯০৯২৫৪২

৯। নারায়ণগঞ্জ০১৭৩২০৫১৮৫৮

১০। নরসিংদী০১৭৬৯০৮২৭৬৬০১৭৬৯০৮২৭৭৮

১১। শরিয়তপুর০১৭৬৯০৯৭৬৬০০১৭৬৯০৯৭৬৫৫

১২। ফরিদপুর০১৭৬৯০৯২১০২০১৭৪২৯৬৬১৬২

ঢাকা মহানগর

১। ঢাকার লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, তেজগাঁও, এ্যালিফেন্ট রোড এবং কাঁটাবন০১৭৬৯০৫১৮৩৮০১৭৬৯০৫১৮৩৯

২। ঢাকার গুলশান, বারিধারা, বনানী, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, শাহজাহানপুর, উত্তরখান, দক্ষিণখান এবং বনশ্রী০১৭৬৯০১৩১০২০১৭৬৯০৫৩১৫৪

৩। ঢাকার মিরপুর-১ হতে মিরপুর-১৪, খিলক্ষেত, উত্তরা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর০১৭৬৯০২৪২১০০১৭৬৯০২৪২১১

৪। ঢাকার মতিঝিল, সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, ইস্কাটন, রাজারবাগ, পল্টন, গুলিস্তান এবং পুরান ঢাকা০১৭৬৯০৯২৪২৮০১৭৬৯০৯৫৪১৯

ময়মনসিংহ বিভাগ

১। শেরপুর০১৭৬৯২০২৫১৬০১৭৬৯২০২৫২৪

২। নেত্রকোনা০১৭৬৯২০২৪৭৮০১৭৬৯২০২৪৪৮

৩। জামালপুর০১৭৬৯১৯২৫৪৫০১৭৬৯১৯২৫৫০

৪। ময়মনসিংহ০১৭৬৯২০৮১৫১০১৭৬৯২০৮১৬৫

খুলনা বিভাগ

১। বাগেরহাট০১৭৬৯০৭২৫১৪০১৭৬৯০৭২৫৩৬

২। কুষ্টিয়া০১৭৬৯-৫৫২৩৬২০১৭৬৯-৫৫২৩৬৬

৩। চুয়াডাঙ্গা০১৭৬৯-৫৫২৩৮০০১৭৬৯-৫৫২৩৮২

৪। মেহেরপুর০১৭৬৯-৫৫২৩৯৮০২৪৭৯৯২১১৫৩

৫। নড়াইল০১৭৬৯-৫৫২৪৫৬০১৭৬৯-৫৫২৪৫৭

৬। মাগুরা০১৭৬৯-৫৫৪৫০৫০১৭৬৯-৫৫৪৫০৬

৭। ঝিনাইদহ০১৭৬৯-৫৫২১৫৮০১৭৬৯-৫৫২১৭২

৮। যশোর০১৭৬৯-৫৫২৬১০০১৭৬৯-০০৯২৪৫

৯। খুলনা০১৭৬৯-৫৫২৬১৬০১৭৬৯-৫৫২৬১৮

১০। সাতক্ষীরা০১৭৬৯-৫৫২৫৩৬০১৭৬৯-৫৫২৫৪৮

রাজশাহী বিভাগ

১। রাজশাহী০১৭৬৯১১২৩৮৬০১৭৬৯১১২৩৮৮

২। চাঁপাইনবাবগঞ্জ০১৭৬৯১১২০৭০০১৭৬৯১১২৩৭২

৩। পাবনা০১৭৬৯১২২৪৭৮০১৭৬৯১১২৪৮০

৪। সিরাজগঞ্জ০১৭৬৯১২২৪৬২০১৭৬৯১২২২৬৪

৫। নাটোর০১৭৬৯১১২৪৪৬০১৭৬৯১১২৪৪৮

৬। নওগাঁ০১৭৬৯১২২১১৫০১৭৬৯১২২১০৮

৭। জয়পুরহাট০১৭৬৯১১২৬৩৪

৮। বগুড়া০১৭৬৯১১২৫৯৪০১৭৬৯১১২১৭০

রংপুর বিভাগ

১। রংপুর০১৭৬৯৬৬২৫৫৪০১৭৬৯৬৬২৫১৬

২। দিনাজপুর০২৫৮৯৯২১৪০০০২৫৮৯৬৮২৪১৪

৩। নীলফামারী০১৭৬৯৬৮২৫০২০১৭৬৯৬৮২৫১২

৪। লালমনিরহাট০১৭৬৯৬৮২৩৬৬০১৭৬৯৬৮২৩৬২

৫। কুড়িগ্রাম০১৭৬৯৬৬২৫৩৪০১৭৬৯৬৬২৫৩৬

৬। ঠাকুরগাঁও০১৭৬৯৬৬৬০৬২০১৭৬৯৬৭২৬১৬

৭। পঞ্চগড়০১৯৭৩০০০৬৬২০১৭৬৯৬৬২৬৬১

৮। গাইবান্ধা০১৬১০৬৫২৫২৫০১৭৫৪৫৮৫৪৮৬

সিলেট বিভাগ

১। সিলেট০১৭৬৯১৭৭২৬৮০১৯৮৭৮৩৩৩০১

২। হবিগঞ্জ০১৭৬৯১৭২৫৯৬০১৭৬৯১৭২৬১৬

৩। সুনামগঞ্জ০১৭৬৯১৭২৪২০০১৭৬৯১৭২৪৩০

৪। মৌলভীবাজার০১৭৬৯১৭৫৬৮০০১৭৬৯১৭২৪০০

টিটি/এমআইএইচএস