অর্থনীতি

ব্যবসায়ী সংগঠনগুলোরও সংস্কার দরকার

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ (এফবিসিসিআই) অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলোরও সংস্কার প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ আলু রপ্তানিকারক সমিতির সভাপতি ও ফেরদৌস বায়োটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌসী বেগম।

Advertisement

বুধবার (৭ আগস্ট) অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা জানতে চাইলে জাগো নিউজকে তিনি একথা জানান।

অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে বাজুস সুন্দর ব্যবসাবান্ধব পরিবেশ চায় বাপা ব্যাংকিং সেক্টরকে সচল করতে হবে

ফেরদৌসী বেগম বলেন, এফবিসিসিআইকে ঢেলে সাজানো দরকার। এত বছরে দেখলাম, এগুলোতে কোনো গণতন্ত্র নেই। এখানেও তাবেদার গোষ্ঠী চলে। অন্যান্য ছোট ব্যবসায়ী সংগঠনও এমন।

প্রত্যাশা নিয়ে তিনি আরও বলেন, এখন অর্থনীতির অবস্থা ভালো নয়। অন্তর্বর্তী সরকার বসুক, রেমিট্যান্স আসা শুরু হোক। ব্যাংকগুলো স্বাভাবিক হোক। আস্তে আস্তে ভালো হবে এটা আমার প্রত্যাশা।

Advertisement

এনএইচ/এমআরএম/এমএমএআর/এমএস